গর্ভেই সন্তান হারালেন ব্রিটনি স্পিয়ার্স
Editor: CanBangla
Sunday, 15 May 2022 1880

বিনোদন ডেস্ক : পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গত মাসে জানিয়েছিলেন মা হতে যাচ্ছেন তিনি। কিন্তু গর্ভপাতে অনাগত সন্তানকে হারালেন এই গায়িকা। শনিবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক পোস্টে এই ঘোষণা দেন ব্রিটনি। ব্রিটনি ও তার হবু বর স্যাম আজগারি যৌথ একটি বিবৃতি শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে- ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করছি যে, প্রেগন্যান্সির শুরুতে আমরা আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি। যেকোনো মা-বাবার কাছেই এটি একটি হৃদয়বিদারক ঘটনা। মা হওয়ার খবরটি জানাতে আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছিলাম, আরো একটু সময় অপেক্ষা করা উচিত ছিল। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।